Rafiqul Islam Mohila College

Bhairab, Kishoreganj

College Code: 8076    College EIIN: 110288

Message from the Principal

Photo of Founder

Founder


তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশ্ব আজ আমাদের আপন মোঠোয় দৃশ্যমান। মানুষ তার শত ব্যস্ততার পর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। সেই সুবাদে বিশ্বায়নের যেকোন প্রান্তে যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক একটি ওয়েবসাইট। সেখানে সন্নিবেশিত থাকবে প্রতিষ্ঠানের অতীত, বর্তমান, ছোট-বড় প্রয়োজনীয় সব তথ্য। স্ব-স্ব প্রতিষ্ঠান/সংস্থা একে অপরের সেতুবন্ধন হিসেবে তথ্য বিনিময়ের কাজ করবে। আমি আশা করি রফিকুল ইসলাম মহিলা কলেজের ‘ডাইনামিক ওয়েবসাইট’টি সব স্তরের চাহিদা পূরণে কার্যকর হবে। কলেজের পূর্ণাঙ্গ ‘ওয়েবসাইট’ বাস্তবায়ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সহ যারা ‘ওয়েবসাইট’টি ভিজিট করবেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব