About Rafiqul Islam Mohila College
ভৈরবের বিশিষ্ট সৃজনশীল সমাজকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ১৯৭২-৭৩ সেশনে নির্বাচিত জিএস বীরমুক্তিযোদ্ধা শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এর উদ্যোগে এবং তাঁর পরিবার ও ভৈরবের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় ১৯৮৭ সালে রফিকুল ইসলাম মহিলা কলেজের আত্মৃপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠাকালে কলেজটির ছাত্রী সংখ্যা ছিল মাত্র ৮২ জন। প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন প্রাক্তন সরকারি কর্মকর্তা মরহুম আবুল হাশেম।কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এর ঐকান্তিক প্রচেষ্ঠায় কলেজ পরিচালনা পরিষদের সদস্য, অধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীদের সহযোগিতায় প্রতিষ্ঠাকাল থেকেই এই কলেজ আকর্ষণীয় ফলাফল করতে সক্ষম হয়েছে। প্রায় প্রতিবারই পাশের হারের দিক থেকেই এই কলেজের অবস্থান ছিল কিশোরগঞ্জ জেলার শীর্ষে। এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য, শিক্ষা উপযোগী সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক কাযর্ক্রমে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালে কলেজটি জাতীয় পযার্য়ে শ্রেষ্ঠ কলেজের পুরস্কার অজর্ন করে। এই বছরই কলেজের মানবিক বিভাগের দুইজন ছাত্রী ঢাকা বোর্ডের মেধা তালিকায় মেয়েদের মধ্যে মনিরা ইয়াসমিন আঁখি ও ফারজানা আহমেদ জেরিন যথাক্রমে ৬ষ্ঠ ও ১০ম স্থান অধিকার করে। ২০০৪ সালে এই কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহীদুল্লাহ জাতীয় পযার্য়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার অজর্ন করেন। ২০০৬ সালে এই কলেজে স্নাতক পাস ও অনার্স কোর্স চালু হয়। ২০১৯ সালে কলেজটি জাতীয়
বিশ্ববিদ্যালয় কতৃক প্রাক মডেল কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে